চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

admin

বায়তুশ শরফে পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন

প্রকাশ: ২০১৮-০৮-১৪ ১৯:৩৫:২৩ || আপডেট: ২০১৮-০৮-১৪ ১৯:৩৫:২৩

নিউজ ডেস্ক : বায়তুশ শরফ আনজুমনে ইত্তহাদ বাংলাদেশ এর ব্যবস্থাপনায় বায়তুশ শরফ দরবারের প্রাণ পুরুষ ও প্রতিষ্ঠাতা কুতুবুল আলম শাহ্সূফী আলহাজ্ব হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতর (রহঃ) তাহার খলিফায়ে আযম বায়তুশ শরফের প্রধান রূপকার হাদীয়ে যামান শাহসুফী আলহাজ্ব হযরত মাওলানা আবদুল জব্বার (রাহ) ও হযরত কেবলা (রহঃ) এর সহধর্মিনী আম্মাজান ছালেহা আবেদা মহিয়সী জমিলা খাতুন (রহঃ) এর স্মরণে বার্ষিক পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আজ ১৪ অগাস্ট ২০১৮ রোজ মঙ্গলবার সকাল ৯ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় বায়তুশ শরফ জামে মসজিদে বায়তুশ শরফের মাননীয় পীর ছাহেব বাহরুল উলুম শাহ্ছুফী আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন (মঃজিঃআ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় আলোচনায় অংশগ্রহণ করেন- বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এম.এ আবদুল আউয়াল, আলহাজ্ব আমান উল্লাহ খান, আলহাজ্ব মীর আনোয়ার আহমদ, মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নূরী, মাওলানা মীম ছিদ্দিক আহমদ ফারুকী, মাওলানা কাজী নাসির উদ্দিন, মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা আবু তাহের, মাওলানা শফিক আহমদ নঈমী, মাওলানা মুহাম্মদ শাহজাহান প্রমুখ। মাহফিলে পবিত্র কোরআন হাকিম থেকে তেলাওয়াত করেন- মুয়াজ্জিন ক্বারী আহমদ হোসাইন, নাতে রাসূল (সঃ) পরিবেশন করেন- মাওলানা মুহাম্মদ এহছানুল হক মিলন, মিলাদ শরীফ পাঠ করেন- বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম।

মাহফিল পরিচালনা করেন- মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নূরী ও বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মুসা।
এতে আরও উপস্থিত ছিলেন- বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ লুৎফুল করিম, অফিস সম্পাদক আলহাজ্ব মাওলানা ওবাইদুল্লাহ, রূপালী ব্যাংক এর পরিচালক সাংবাদিক আবু সুফিয়ান, আলহাজ্ব নুরুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, শায়খুল হাদীস আল্লামা জয়নুল আবেদীন, মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন, মাওলানা ফরহাত আলম, মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জাফর উল্লাহ, মাওলানা ফখরুল ইসলাম নিজামী, মোহাম্মদ আনওয়ারুল আজিম আজাদ, শাহজাদা মাওলানা আবদুল হাই নদভী, শাহজাদা মাওলানা সালাহ উদ্দিন বেলাল, মাওলানা মাহবুবুল বশর আল ক্বাদেরী, মাওলানা আব্দুল হালিম বোখারী, মাওলানা সিরাজুল হক নদভী, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা মোহাম্মদ সৈয়দ নূর, মাওলানা নুর হোসাইন, মোঃ আবদুল খালেক, শাহজাদা মোহাম্মদ আবদুল কাইয়ুম, প্রমুখ।
আলোচকরা বলেন- কুতুবুল আলম শাহসূফী আলহাজ্ব হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতর (রহঃ) ছিলেন- বায়তুশ শরফের মহান প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বায়তুশ শরফ সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন। তারই সুযোগ্য খলিফা হাদীয়ে জামান শাহসুফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার (রহঃ)। এজন্য মনীষীগণ আল্লামা শাহ আবদুল জব্বার (রহঃ) কে বায়তুশ শরফের প্রধান রূপকার হিসেবে আখ্যায়িত করেন। বায়তুশ শরফের বর্তমান পীর ছাহেব বাহরুল উলুম আল্লামা শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন (মঃজিঃআ) এর বিশাল স¤্রাজ্যের প্রধান পৃষ্ঠপোষক।

তাহার পরিচালনায় বর্তমানে অত্যন্ত সুষ্ঠুভাবে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর মাধ্যমে মানব কল্যাণমূলক ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ সুপরিচালিত হয়ে আসছে। বায়তুশ শরফ সম্বন্ধে আমাদের দৃঢ় প্রত্যয় হলো- বায়তুশ শরফ মহান আল্লাহর বিশেষ দান। তিনটি ফুলের একটি প্রস্ফুটিত কানন। এই বাগানের ত্রিরতœরা হলেন- কুতুবুল আলম শাহসুফী আলহাজ্ব মীর মোহাম্মদ আখতর (রহঃ), হাদীয়ে যামান শাহ্সূফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার (রহঃ), বর্তমান পীর ছাহেব বাহরুল উলুম শাহ্সূফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (মঃজিঃআ)। বায়তুশ শরফ পথহারা পথিকের আশ্রয়স্থল, সেবা, দয়া, প্রেম ও জ্ঞান বিজ্ঞান চর্চার অনুশীলন কেন্দ্র। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করেন শ্রদ্ধাভাজন হুজুর কেবলা (মঃজিঃআঃ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *