চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin

পটিয়ার শোভনদন্ডী স্কুল এন্ড কলেজে বিশাল শোক র‌্যালী

প্রকাশ: ২০১৮-০৮-১৫ ২১:৫৮:৩৭ || আপডেট: ২০১৮-০৮-১৫ ২১:৫৮:৩৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

 পটিয়া শোভনদন্ডী স্কুল এন্ড কলেজের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচী পালন করা হয়। সকাল ৯ টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদানের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। অতঃপর পার্শ্ববর্তী দু’টি শিক্ষা প্রতিষ্ঠান শোভনদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আশাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডি, ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে এক বিশাল শোকর‌্যালী শোভনদন্ডী ইউনিয়ন পরিষদে গিয়ে সমাপ্ত হয়। শোক র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অধ্যক্ষ মো. হামিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব মফজল আহমদ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছা, গভর্ণিং বডির দাতা সদস্য মোঃ আবুল হাছান খোকন, শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এহসানুল হক, গভর্নিং বডির সদস্য সাংবাদিক মো. আইয়ুব আলী, অডিট কমিটির সদস্য আলহাজ্ব এরশাদুল আলম, শোভনদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. জাকির হোসেন, আশাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝর্ণা রাণী দেব। অধ্যাপক এ.জেড.এম. আহসান উল্লাহ ও প্রদীপ চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রী আশফি খানম, অধ্যাপক আবু মোহাং ইউছুপ চৌধুরী, অধ্যাপক বিধান চক্রবর্তী, শিক্ষক বিপ্লব বড়ুয়া, সমীর দেব, আবু তাহের ও হাসান তারেক। সবশেষে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সংক্ষিপ্ত দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবছার উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *