চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin

পটিয়ায় শহীদদের স্মরণে বদিউল আলমের নেতৃত্বে শোক র‌্যালী

প্রকাশ: ২০১৮-০৮-১৫ ২১:৫৪:৩০ || আপডেট: ২০১৮-০৮-১৫ ২১:৫৪:৩০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পটিয়ায় এক বিশাল শোক র‌্যালী বের করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বদিউল আলম বদির নেতৃত্বে এই র‌্যালী বের করা হয়।  ১৫ আগস্ট বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার জিরি ইউনিয়নে শোকর‌্যালীতে যোগ দিয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে দুপুরে নেতাদের কর্মীদের জন্য এক কাঙ্গালি ভোজের ব্যবস্থা করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় নেতা বদিউল আলম। শোক দিবস উদযাপন পরিষদের আহবায়ক মহসিন খান বাদলের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা দেশরত্ম পরিষদের সদস্য সচিব মো. শাহজাহান চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা ওয়াহিদুল আলম, শিমুল ধর, মো. নাছির, দিদারুল হক জসিম, শাহাবুদ্দিন, সীতার্থ বড়ুয়া, শ্রমিক লীগ নেতা রফিক হাসান, মো. ইসহাক, মুছা, আবদুর রহিম চৌধুরী, আবু বক্কর, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি জয়নাল আবেদীন ফরহাদ, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন ইমরান, সাবেক ছাত্রনেতা আজিজুল হক মানিক, জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভার পূর্বে এক মিনিট নীরবতা পালন করেন।

বক্তৃতায় যুবলীগ নেতা বদিউল আলম বলেন, শতাব্দীর মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমান। তাঁর জন্ম না হলে বাংলাদেশ কোন দিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করতো না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *