চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

“শেরে বাংলা শান্তি পদক” পেলেন লোহাগাড়ার কৃতি সন্তান আবদুস সবুর 

প্রকাশ: ২০১৮-০৮-১৬ ০১:৪৬:২৩ || আপডেট: ২০১৮-০৮-১৬ ০২:১৯:১২

আলাউদ্দিন, বীর কন্ঠ :

চট্টগ্রাম সংসদীয় আসন -১৫ এর সফল সমাজ সেবক ও মানবাধিকারে বিশেষ অবদানের জন্য “শেরে বাংলা শান্তির পদক ২০১৮ ”  পেলেন লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের কৃতি সন্তান মাওলানা মোঃ আবদুস সবুর । গত ১২ আগষ্ট  ঢাকার শাহবাগস্থ  কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর (ভি আই পি) হল রুমে  শেরে বাংলা সামাজিক সংস্কৃতিক ফাউন্ডেশন  ও বেঙ্গল হিউম্যান রাইডস ফাউন্ডেশন কতৃক আয়োজিত সন্মাননা অনুষ্ঠানে তিনি এই পদক গ্রহন করেন ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য  মোজাফ্ফর হোসেন (পল্টু) ,সাবেক সরাষ্ট্র প্রতিমন্ত্রী  এড.সামসুল হক (টুকু)  , সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি  সিদ্দিকুর রহমান মিয়াসহ আরও অনেকেই।তিনি এই সম্মাননা পেয়ে মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া জ্ঞাপন এবং মাননীয় এম পি মহোদয় ও তাঁর সহধর্মিণীসহ কলাউজান বাসীর নিকট কৃতজ্ঞতা  জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *