চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় সৃজনশীল এক্সপার্ট মেধা যাচাই পরীক্ষার পুরষ্কার বিতরণ

প্রকাশ: ২০১৮-০৮-১৬ ০১:৪০:১৮ || আপডেট: ২০১৮-০৮-১৬ ০১:৪০:১৮

 

আব্বাস হোসাইন  আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়া এডুকেশন সোসাইটি পরিচালিত জাতীয় শোক দিবস উদযাপন ও সৃজনশীল এক্সপার্ট মেধা যাচাই পরীক্ষা-২০১৭ এর পুরষ্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে বুধবার (১৫ আগস্ট) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ। প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন চৌধুরী, দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার, সৃজনশীল এক্সপার্ট মেধা যাচাই পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আলমগীর কবির, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন, রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার মুফাস্সির মাওলানা শহিদুল ইসলাম, উত্তর রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু বিশ্বাস, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, রাঙ্গুনিয়া এডুকেশন সোসাইটি পরিচালনা পরিষদ সদস্য মাস্টার মো. শাহ আলম, হায়দার আলী, নাজিম উদ্দিন, ওমর ফারুক, জসিম উদ্দিন, তৌহিদুল ইসলাম তপু, মো. ইলিয়াছ, মো. রোমান, রেজাউল করিম, আবদুল জব্বার প্রমুখ।

পরীক্ষায় প্রায় ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৪০ জন মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *