চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

পটিযায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলা  

প্রকাশ: ২০১৮-০৮-১৭ ২১:২২:১৬ || আপডেট: ২০১৮-০৮-১৭ ২১:২২:১৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

 পটিয়ার জিরি ইউনিয়নের নাথ পাড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা বৃন্দাবন নাথের পুত্র অরুন কান্তি নাথ (৫৩) কে প্রতি পক্ষ সন্ত্রাসীরা ইয়াব ব্যবসা বাধা দেওয়ায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুত্ব আহত করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘছেছে গত ৮আগষ্ট রাত ১০ টায় অরুণ কান্তি নাথ পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে মহাজন বাড়ি এলাকায় বিশ্বনাথ প্রকাশ ভূট্টো নেতৃত্বে অপ্সাতনামা ৮/১০ জন সন্ত্রাসী এ হামলা চালায়। আহত দৈনিক চট্টগ্রাম সংবাদের পটিয়া প্রতিনিধি অরুণ কান্তি নাথ কে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। এ ঘটনায় অরুণ কান্তি নাথ বাদী হয়ে যতীন্দ্র মোহন নাথের পুত্র বিপ্লব নাথসহ অজ্ঞাত নামা ৮/১০ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ নং- ২৩২৪/১৮ইং দায়ের করেছে। থানার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘ দিন ধরে বিপ্লব নাথ একটি সিন্ডিকেট গঠন করে দক্ষিণ জিরি নাথ পাড়া এলাকায় মাদক ও ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। গত ৮ আগষ্ট সংবাদকর্মী অরুণ কান্তি নাথ এ প্রতিবাদ করলে ইয়াবা ব্যবসায়ী ব্যবসায় বিপ্লব নাথ ও তার সহযোগীরা লোহার রড, কিরিচ, ছুরি দেশীয় অস্ত্রসন্ত্র সজ্জিত হয়ে অরুণ কান্তি নাথকে এলোপাতারী কুপিয়ে-পিটিয়ে রক্তাক্ত গুরুত্ব জখম করে বলে থানার দায়েরকৃত অভিযোগ সুত্রে প্রকাশ। এ ব্যাপারে পটিয়ার এমপি সামশুল হক চৌধূুরী আসামীকে গ্রেফতারের জন্য থানার ওসি শেখ নেয়ামত উল্লাহকে নির্দেশ দিয়েছে। ওসি শেখ নেয়ামত উল্লাহ জানান মাদক ব্যবসায় যে হোক না কেন তাকে আইনের আওতায় এনে কঠোর হস্তে দমন করা হবে বলে জানান। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *