চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin

পটিয়ায় যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় এমপি সামশুল হকের নিন্দা, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

প্রকাশ: ২০১৮-০৮-১৭ ২১:২৮:১৯ || আপডেট: ২০১৮-০৮-১৭ ২১:২৮:১৯

 

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার বড়লিয়া ইউনিয়ন পরিষদের সদস্য, উপজেলা যুবলীগের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সৈয়দ জাবেদ সরোয়ারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। যত দ্রুত জাবেদ সরোয়ারের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এমপি সামশুল হক চৌধুরী।

তিনি বলেন, এ হামলার ঘটনা নিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করবেন না। এতে মূল সন্ত্রাসীরা আড়াল হওয়ার সুযোগ পাবে। পটিয়াতে আমি ১০ বছর এমপি থাকাকালিন পটিয়াতে কোন সন্ত্রাস, দখল-বেদখল, মাদক, চাদাঁবাজি কে আশ্রয় প্রশ্রয় দিই নাই, বর্তমানেও ভবিষ্যতেও দেবনা। সে দলের একজন নিবেদিত কর্মী। গত বৃহস্পতিবার সে বড়লিয়া ইউনিয়ন পরিষদে দু:স্থদের মাঝে চাল বিতরণের কর্মসূচীতে আমার সাথে ছিল। সকলের প্রতি অনুরোধ পটিয়ার হারানো ইতিহাস ঐতিহ্য পুনরুদ্ধার করার নিরলস পরিশ্রম করে যাচ্ছি, অতএব জনগণ ও দলীয় নেতা-কর্মী সর্মথকদের প্রতি আহবান কেউ অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।

এদিকে পটিয়া উপজেলা যুবলীগের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সৈয়দ জাবেদ সরোয়ারের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পটিয়া উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। পটিয়া উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম.এ রহিম সহ উপজেলা যুবলীগের সকল কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, যারা সৈয়দ জাবেদ সারোয়ারের উপর হামলা করেছেন তাদের দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটিয়াতে একটি বিশেষ মহল বিগত দুই বছর যাবৎ ষড়যন্ত্রে মেতে উঠেছে পটিয়ার গণমানুষের নেতা আলহাজ্ব সামশুল হক চৌধুরীর উন্নয়ন ও জনপ্রিতায় কিছু আওয়ামী লীগের লেবাসধারী নেতা ঈর্ষান্বিত হয়ে বার বার জাতীয় নির্বাচনের পূর্বে ওই চিহ্নিত ব্যক্তিরা নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেন তারই ধারাবাহিকতায় তারা আবারো নতুন ষড়যন্ত্র মেতে উঠেছেন। তাদেরই ইশারায় পটিয়াতে কিছু উশৃঙ্খল আওয়ামীলীগ নেতা বর্তমানে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছেন। পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সকল কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সৈয়দ সরওয়ারকে যারা হত্যার উদ্দেশ্যে হামলা করেছেন তাদেরকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়।

শাস্তির দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম.এ রহিম, সহ-সভাপতি হাসান উল্লাহ চৌধুরী, এহসানুল হক, মো. মোরশেদুল হক, কাজী আলাউদ্দীন, মোহাম্মদ ফোরকান, আজগর আলী বাহাদুর, অশোক দাস, শাহজাহান চৌধুরী, মফিজুল আলম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত মোহাম্মদ ফয়সাল, মাষ্টার রিটন নাথ, মীর এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মইনুল হক রাশেদ, দিদারুল আলম, শাহ আলম মেম্বার, মহিউদ্দিন সুমন, মুরাদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক এনামুল হক মজুমদার, দপ্তর সম্পাদক মঞ্জুরুল আলম, উপ-দপ্তর সম্পাদক রহিম উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *