চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

Faruque Khan Executive Editor

কোফি আনান আর নেই

প্রকাশ: ২০১৮-০৮-১৮ ২০:৪৭:৪৬ || আপডেট: ২০১৮-০৮-১৮ ২০:৪৭:৪৬

আন্তর্জাতিক ডেস্ক, বীরকন্ঠ:

জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আনান আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল।

আনানের পরিবার এবং তাঁর ফাউন্ডেশন টুইটারে আজ ঘোষণা করে যে অল্প দিনের অসুস্থতার পর তিনি শান্তিতেই পরলোকে গমন করেন।

টুইটারে ঐ ঘোষনায় আনানকে আন্তর্জাতিক রাষ্ট্রনায়ক এবং গভীর প্রতিশ্রুতিপুর্ণ একজন আন্তর্জাতিকতাবাদী বলে বর্ণনা করা হয় যিনি আরো ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণ বিশ্ব গড়ার ব্যাপারে সারা জীবন লড়াই করে গেছেন। তাঁর বিশেষ পেশাগত জীবন এবং জাতিসংঘে নের্তৃত্বপ্রদানে , তিনি শান্তির, অব্যাহত উন্নয়ন , মানবাধিকার ও আইনের শাসনকে জোর সমর্থন করে গেছেন।

জাতিসংঘ , টুইট বার্তায় জানায় আজ আমরা একজন মহান ব্যক্তি , একজন নেতা এবং একজন দূরদর্শী লোকের মৃত্যুতে শোক প্রকাশ করছি। আনানের জন্ম ঘানায় এবং এই কৃষ্ণবর্ণ আফ্রিকান ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতিসংঘের নের্তৃত্ব দিয়েছেন।

মহাসচিব হিসেবে কোফি আনান এইডস , যক্ষা ও ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে লড়াই করতে গ্লোবাল ফান্ড তৈরি করেন , জাতিসংঘে এই প্রথম সন্ত্রাসবাদ বিরোধী কৌশল প্রণয়ন করা হয় এবং গণহত্যা , যুদ্ধাপরাধ , জাতিগোষ্ঠিগত শুদ্ধি অভিযান এবং মানবতার বিরুদ্ধে অপরাধ থেকে জনগণকে রক্ষার জন্য সদস্য রাষ্ট্রগুলোর উপর দায়িত্ব অর্পণ করেন । ২০০১ সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *