চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

admin

বঙ্গবন্ধুকেই হত্যা করে এদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল তারা

প্রকাশ: ২০১৮-০৮-১৮ ২১:৪৫:৫০ || আপডেট: ২০১৮-০৮-১৮ ২১:৪৫:৫০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটিয়ার জিরি ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিরি ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি এয়ার মোহাম্মদ পেয়ারুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন সোহেল চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি এহসানুল হক, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মাষ্টার রিটন নাথ, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সদস্য কাইছার, ইদ্রিছ ইমু, লিটন চক্র, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ জালাল, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম সোবহান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামাদ সওদাগর, উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি দীলিপ কুমার নাথ এল এল বি, এম জমির হোসেন, এয়ার মোহাম্মদ, মোহাম্মদ আবছার, সাইফুদ্দিন বাবুল, যুগ্ন সম্পাদক কুতুব উদ্দিন, সাগর নাথ, মোরশেদ, ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক আল মামুন, তছলিম উদ্দিন, জমির উদ্দিন, মনিরুল ইসলাম বাবুল, মোহাম্মদ ওসমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল আজিজ রনি, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফেরদৌস, অর্থ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।

এতে বক্তারা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই নয়, সেদিন বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক রাজনীতিকে হত্যা করা হয়েছিল। তারা চেয়েছিল বাংলাদেশকে পাকিস্তান বানাতে। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ একটি উন্নত রাষ্ট্রে পরিনত হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *