চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে পর্যটকের মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৮-১৮ ১২:১১:৫৩ || আপডেট: ২০১৮-০৮-১৮ ১২:১১:৫৩

বীর কন্ঠ ডেস্ক:

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ডুবে ইফতেখারুল আলম আবিদ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত আবিদ ফেনী জেলার ধুলসরদা এলাকার মো. ইউনুছ আলীর ছেলে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল আলম জানান, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন আবিদ। শনিবার সকাল ৭টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসল নামেন ইফতেখারুল আলম আবিদ ও তার বন্ধুরা।

এক পর্যায়ে পানিতে ভেসে গিয়ে ডুবে যান আবিদ। ট্যুরিস্ট পুলিশ ও সি সেইফ লাইফগার্ড তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯টার দিকে তার মৃত্যু হয়।

সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আপন হোসেন মানিক জানান, নিহত আবিদের মরদেহ মর্গে রয়েছে। তার বন্ধুরা মরদেহটি ফেনীতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *