চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin

দোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়ন আইনজীবি পরিষদের মানববন্ধন

প্রকাশ: ২০১৮-০৮-১৮ ২১:২৩:৩৫ || আপডেট: ২০১৮-০৮-১৮ ২১:২৩:৩৫

চন্দনাইশ প্রতিনিধি:

দোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়ন আইনজীবি পরিষদের উদ্যোগে গত ১৬ আগষ্ট দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন আইনজীবি বাস্তবায়ন কমিটির আহবায়ক এড.তুষার সিংহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. ইফতেখার সাইমুল চৌধুরী। প্রধান বক্তা জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. নাজিম উদ্দীন চৌধুরী। দোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়ন আইনজীবি পরিষদের  যুগ্ম আহবায়ক এড. সাদ্দাম হোসেন নিরব ও এড. ইমরান হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ মোস্তফা কামাল, চন্দনাইশ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, মরহুম আবুল কাশেম লেদু ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম, চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, দোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়ন আইনজীবি পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, এড. দেলোয়ার হোসেন, এড. মাসুদ আলী, এড. মুরাদ, এড. শহীদ, এড.তৌহিদ, দোহাজারী বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, চন্দনাইশ অনলাইন প্রেস কাবের সভাপতি সাংবাদিক এসএম রাশেদ, দোহাজারীর সাবেক ইউপি সদস্য যথাক্রমে-শাহা আলম, জামাল উদ্দীন,ডাঃ আতিক বাপ্পি,প্রবাসী আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, আবু তৈয়ব, ফয়েজ আহমদ টিপু, ওসমান আলী ভুট্টো,ওবাইদুল আকবর টুটুল,শাহেদ নুর,মিজবাহ উদ্দীন ভুট্টো,সাইফুদ্দীন মানিক প্রমুখ। মানববন্ধন সভায় বক্তারা বলেন, দোহাজারীর প্রাচীণ ইতিহাস তুলে ধরে বলেন, দোহাজারী থানা ঘোষনার দাবী ছিল দীর্ঘদিনের কিন্তু ৬ ইউনিয়নবাসীর ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাবীর সম্মতিক্রমে দোহাজারী-সাঙ্গু থানা প্রস্তাব করা হয়। যা চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভীর ডিউ লেটারের মাধ্যমে দোহাজারী সাঙ্গু থানা নাম করণ করা হয়। কিন্তু কিছু সুবিধাবাদী জামায়তপন্থিরা মিলে দোহাজারী নাম বাদ দিয়ে শুধু উত্তর সাতকানিয়া থানা দাবী করেন। এতে স্বাধীনতার স্বপক্ষের শক্তি এবং আ’লীগের দূর্গ খ্যাত দোহাজারীকে বাদ দিতে চাই।  ভবিষ্যতে প্রস্তাবিত দোহাজারী সাঙ্গু থানা বাস্তবায়ন না হয় তাহলে দোহাজারীবাসী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধসহ কঠিন কর্মসূচী দিতে বাধ্য থাকিবে বলে হুশিয়ারী প্রদান করেন। পরে প্রস্তাবিত দোহাজারী সাঙ্গু থানা বাস্তবায়ন কমিটির প থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়কে একটি স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *