চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

গরমে হাঁসফাঁস করছেন লাখ লাখ হাজি

প্রকাশ: ২০১৮-০৮-১৯ ২৩:৩৬:৩৭ || আপডেট: ২০১৮-০৮-১৯ ২৩:৩৬:৩৭

মাহমুদুল হক পেয়ারু, মিনা থেকে:

আপনাদের যাদের কাছে ওরস্যালাইন আছে তারা বেশি করে গুলিয়ে খান। খুব বেশি প্রয়োজন না হলে বাইরেও বের হবেন না। বেশি বেশি পানি পান না করলে হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারেন।’

রোববার দুপুরে মিনার একটি তাঁবুতে বাংলাদেশের হজযাত্রীদের উদ্দেশ্য করে এ কথা বলছিলেন একজন হজ গাইড। মক্কায় আজ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমের কারণে হাঁসফাঁস করছেন লাখ লাখ হাজি।

পবিত্র হজ পালনে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মিনার তাঁবুতে অবস্থান করছেন। গরমের কারণে তাদের তাঁবুতেই অবস্থান করতে হচ্ছে। তাঁবুর ভেতর এয়ারকন্ডিশন থাকলেও একদিকে তাপমাত্রা বেশি অপরদিকে এক তাঁবুতে গাদাগাদি করে ৪০০ হজযাত্রীর অবস্থান করায় এয়ারকন্ডিশন পারছে না।

ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা হজযাত্রী শফিকুল ইসলাম বলেন, এ ধরনের তাপমাত্রায় অভ্যস্ত না হওয়ায় গরমে হাঁসফাঁস করছি।

সরেজমিনে বিভিন্ন তাঁবু ঘুরে দেখা গেছে, তাঁবুর নিচে হাজিরা খালি গায়ে বসে আছেন, কেউ দেশ থেকে সঙ্গে করে নিয়ে আসা হাত পাখায় বাতাস করছেন।
বাবুল নামের আরেক হজযাত্রী বলেন, বাথরুমে যাওয়ার জন্য আধঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। প্রচণ্ড তাপে দাঁড়িয়ে থেকে মাথা ব্যথা ধরে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *