চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

নিয়োগ বিজ্ঞপ্তি: স্বাস্থ্য অধিদপ্তরে ৩২০ জনের চাকরির সুযোগ

প্রকাশ: ২০১৮-০৮-১৯ ২১:৪০:০১ || আপডেট: ২০১৮-০৮-১৯ ২১:৪০:০১

বীর কণ্ঠ ডেস্ক:

স্বাস্থ্য অধিদপ্তর জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সরকারি এ প্রতিষ্ঠানটি ৯ পদে ৩২০ জনকে নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানটি হেলথ এডুকেটর পদে একজনকে নিয়োগ দেবে। প্রার্থীদের বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদের যেকোনও বিষয়ে স্নাতকোত্তর অথবা স্বাস্থ্য শিক্ষায় এমপিএইচ ডিগ্রিধারী হতে হবে।

১৪ জনকে নিয়োগ দেয়া হবে পরিসংখ্যানবিদ পদে। প্রার্থীদের পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগ হবে দুইজন। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং নির্ধারিত টাইপিং স্পিড থাকতে হবে।

কোল্ড চেইন টেকনিশিয়ান পদে নিয়োগ হবে একজনের। প্রার্থীকে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কিটতত্ত্বীয় টেকনিশিয়ান পদে একজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীক জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

স্টোর কিপার পদে ২০ জনের চাকরির সুযোগ থাকছে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১৫ জনকে নেয়া হচ্ছে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। প্রার্থীদের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং নির্ধারিত টাইপিং স্পিড থাকতে হবে। স্বাস্থ্য সহকারী পদে ২৬৩ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ওয়ার্ড মাস্টার হিসেবে নিয়োগ দেয়া হবে তিনজনকে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনের নিয়ম: প্রার্থীরা অনলাইনে http://dghsr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ ২৯ আগস্ট বিকেল চারটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *