চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

গণপূর্ত মন্ত্রনালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হলেন পটিয়ারইঞ্জিনিয়ার উৎপল

প্রকাশ: ২০১৮-০৮-২১ ০০:০২:৩৪ || আপডেট: ২০১৮-০৮-২১ ০০:০২:৩৪

আবদুল হাকিম রানা, পটিয়া:

গৌরবতীর্থ পটিয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার উৎপল কুমার দে কে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রশাসন-১ অধিশাখা রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মোসা. সুরাইয়া বেগম স্বাক্ষরিত আদেশে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোন, ঢাকার দায়িত্ব প্রদান করা হয়। তিনি ১৯৮২ সালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১ম বিভাগে এসএসসি, ৮৪ সালে পটিয়া সরকারি কলেজ থেকে ১ম বিভাগে এইসএসসি, ১৯৯১ সালে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বিভাগে ১ম শ্রেনীতে ৪র্থ স্থান অধিকার করেন। পরবর্তীতে ১৫ তম বিসিএস করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ে সহকারী প্রকৌশলী হিসেবে প্রথমে চট্টগ্রামে যোগদানের মাধ্যমে চাকরি জীবনের সূচনা করেন। পরবর্তীতে খাগড়াছড়ি, ঢাকায় বিভিন্ন জোনে নির্বাহী ও তত্ত্ববধায়ক প্রকৌশলী হিসেবে দীর্ঘদিন চাকরী করে বর্তমানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন। তিনি পটিয়ার চক্রশালা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত পরিকল্পনা কর্মকর্তা দুলাল চন্দ্র দে ও সিতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা প্রয়াত পারুল রানী দে’র তিন সন্তানের মধ্যে প্রথম সন্তান হন। তার এক ভাই পটিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, হাইদগাঁও উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাষ্টার শ্যামল কান্তি দে ও অপর ভাই হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী সুকমল দে। ইঞ্জিনিয়ার উৎপল কুমার দে, ব্যক্তিগত জীবনে ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের পিতা।

তার নিয়োগ প্রাপ্তিতে পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু দেবব্রত দাশ দেবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনর রশিদ, কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম, চট্টগ্রাম দ: জেলা পূজা পরিষদের সভাপতি, হাইদগাঁও উচ্চ বিদ্যালয় সভাপতি বাবু জিতেন কান্তি গুহ, পটিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি বাবু ঋষি বিশ্বাস, সাধারণ সম্পাদক সুমন ভট্টাচার্য্য, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক মাষ্টার শ্যামল দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. দিলীপ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক তাপস দে, মিলনচক্র ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার প্রবীর ভট্টাচার্য্য সহ বিভিন্ন ব্যক্তিবর্গ অভিনন্দন জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *