Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৮-২২ ১৮:৩১:৫৩ || আপডেট: ২০১৮-০৮-২২ ১৮:৩১:৫৩
এস,এম রাশেদ,চন্দনাইশ :
দোহাজারী নাছির মোহাম্মাদ পাড়ার কাঠমিস্ত্রি নাজিম উদ্দীনের বাড়ীতে (২২ আগস্ট বিকাল ৫টায়) মাংসের একপিঠে আল্লাহর নাম অপরপিটে রাসূলের নাম উঠায় উৎসুখ নারী-পুরুষ এক নজর দেখার জন্য ভীড় জমিছেন।
সরেজমিন গিয়ে জানা যায়, দোহাজারী নাছির মোহাম্মাদ পাড়ার কাঠমিস্ত্রি নাজিম উদ্দীন যদিও কোরবান না করেননি, পাড়া প্রতিবেশিদের দেওয়া কোরবানির মাংস রান্না করার পর নাজিম উদ্দীনের স্ত্রী তাকে মাংস দিয়ে পিটা খেতে দেয় মাংসের দুই টুকরা খাওয়ার পর তার চোখে পড়ে আল্লাহ শব্দটা পরে অপরপিটেও উল্টে দেখে রাসূলের নাম,বাড়ীর সবাইকে ডেকে মাংসটি দেখার পর মুহুতে এলাকায় ছড়িয়ে পড়লে পাড়া প্রতিবেশিসহ আশপাশের এলাকার লোকজনও মাংসের উপর আল্লাহ ও রাসূলের নামটা দেখার জন্য ছুটে আসতেছেন। নাজিম বিষয়টি সত্যতা স্বীকার করে বলে, মাংসের উপর আল্লাহ ও রাসূলের নাম হয়ত তার উপর আল্লাহর মেহেরবানের নমুনা। মাংসটি কোন মাওলানার সাথে পরামর্শ করে যেটা করতে বলবেন সে তা করবেন বলে জানান।