চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

ফটিকছড়িতে এক মায়ের কোল জুড়ে এসেছে জোড়া লাগানো জমজ কন্যা শিশু

প্রকাশ: ২০১৮-০৮-২২ ০২:১৭:২১ || আপডেট: ২০১৮-০৮-২২ ০২:১৭:২১

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের নাজিরহাটে এক মায়ের কোল জুড়ে এসেছে জোড়া লাগানো জমজ কন্যা শিশু। শিশু দুটির পেট ও হাত জোড়া লাগানো, নাভি ও পায়ুপথ একটা।

আজ মঙ্গলবার (২১ আগস্ট) সকালে নাজিরহাটের কেয়ার পয়েন্ট নামে একটি বেসরকারি হাসপাতালে তাদের জন্ম হয়।

জানা যায়, জোড়া লাগানো জমজ শিশু দুটির বাবা ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর নয়াহাট বাজার এলাকার বাসিন্দা। শিশু দুটির জন্মে ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তাদের এক নজর দেখতে হাসপাতালে শতশত মানুষ ভিড় জমায়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাহেদ চৌধুরী জানান, নবজাতক শিশু দুজন মেয়ে। শিশু দুটির পেট ও হাত জোড়া লাগানো, নাভি ও পায়ু পথ একটা। তারা উভয়ে সুস্থ আছে।

তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য শিশু দুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *