চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

মিনায় শয়তানকে পাথর মারছেন হাজিরা

প্রকাশ: ২০১৮-০৮-২২ ১৬:০৩:০০ || আপডেট: ২০১৮-০৮-২২ ১৬:০৩:০০

 

খলিল চৌধুরী, সৌদি আরব:

দ্বিতীয় দিনের মতো মিনায় শয়তানকে পাথর মারছেন হাজিরা। বৃহস্পতিবার শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা।

মঙ্গলবার কোরবানির পর মক্কায় কাবা শরীফ তাওয়াফ ও সাফা-মারওয়া পাহাড় সাতবার প্রদক্ষিণ শেষে মিনায় ফিরেছেন মুসল্লিরা। হজের শেষ তিনদিন তাবুর এই শহরে হাজিরা অবস্থান করবেন।

শয়তানের প্রতিকৃতি তিনটি স্তম্ভে মারবেন ৭০টি নুড়ি পাথর। যা আরাফাত ময়দান থেকে সংগ্রহ করেছিলেন হাজিরা। এবার ১৯ আগস্ট থেকে পবিত্র হজ শুরু হয়। যার আনুষ্ঠানিকতা সমাপ্তি হবে বৃহস্পতিবার।

এ বছর বিভিন্ন দেশের প্রায় ২০ লাখ মুসলিম হজ করছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ করছেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি।

বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে হজ এলাকা। বসানো হয়েছে কয়েক হাজার ক্লোজ সার্কিট ক্যামেরা। নাশকতা ঠেকাতে নিয়মিত নিরাপত্তা কর্মীদের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে সৌদি ন্যাশনাল গার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *