চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ইসলামী ফ্রন্ট আগামী সংসদ নির্বাচনে  অংশ নিতে প্রস্তুত : এম.এ মতিন

প্রকাশ: ২০১৮-০৮-২৫ ২২:১২:২৭ || আপডেট: ২০১৮-০৮-২৭ ১৬:৫৩:২০

 

আবদুল হাকিম রানা বীর কন্ঠ :

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা (পূর্ব) ও পৌরসভা শাখার যৌথ ব্যবস্থপনায় এক বর্ধিত সভা সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান পীরজাদা সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া পৌরসভার সভাপতি আল্লামা শাহসূফি সৈয়দ শামুন রশিদ শাহ আমিরী, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহা সচিব জননেতা আল্লামা এম.এ মতিন, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সচিব কাজী মুহাম্মদ সোলাইমান চৌধুরী, প্রচার সচিব মুহাম্মদ রেজাউল করিম তালুকদার, আইন সচিব এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সচিব অধ্যক্ষ মুহাম্মদ তৈয়ব আলী, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন, অর্থ সম্পাদক কাজী মুহাম্মদ নুরুল আবছার, বক্তব্য রাখেন কাজী নজির আহমদ, মাও: আবদুল মাবুদ আল কাদেরী, মুহাম্মদ আলী খান, মুহাম্মদ আবু বকর সিদ্দিক, মুহাম্মদ আকতার হোসেন, মুহাম্মদ মোর্শেদ হোসেন নিজামী, মুহাম্মদ আবুল কালাম লিটন প্রমুখ। এতে ইসলামী ফ্রন্টের মহা সচিব মাওলানা এম.এ মতিন বলেন, জোট মহা জোটের নামে সব রাজনৈতিক দল দেশের মানুষকে বিভিন্ন ভাবে বিভক্ত করে নির্বাচনকালীন ফায়দা নিয়ে থাকে। অনেক সময় মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই ছোট দল গুলোও আজ সংসদে প্রতিনিধিত্ব করার স্বার্থে জোট মহা জোটে সম্পৃক্ত হয়ে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে। এমতবস্থায় যুগের চাহিদার দিবে নজর রেখে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা তথা সুন্নীতের আদর্শ সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জোটের সাথে সম্পৃক্ত হয়েছে। আমরা নির্বাচন জোট ভুক্ত হোক বা না হোক সংসদ নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করব। তিনি সেই লক্ষ্যে সর্বস্তরের তৃণমূলের নেতৃবৃন্দকে কাজ করার আহবান জানান। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *