চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকাজের ২৪ শতাংশ সম্পন্ন হয়েছে: সেতুমন্ত্রী

প্রকাশ: ২০১৮-০৮-২৫ ২১:৩৫:১০ || আপডেট: ২০১৮-০৮-২৫ ২১:৩৫:১০

 

বীর কন্ঠ ডেস্ক :

২১ আগস্টের গ্রেনেড হামলার দায় বিএনপি কোনোভাবেই এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা বিএনপির সময় হয়েছে। এর পেছনে তাদেরই ইন্ধন ছিল। হত্যাকারী যেই হোক, যত প্রভাবশালী হোক, ক্ষমা পাবে না। নির্বাচনের আগেই এ মামলার রায় হবে।

তিনি আরো বলেন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকাজের ২৪ শতাংশ সম্পন্ন হয়েছে। অক্টোবরে নদীর তলদেশে বোরিংকাজ শুরু হবে। এরইমধ্যে বোরিং মেশিন এসে পৌঁছেছে। বর্তমানে মেশিনটি সংযোজনের কাজ চলছে। কর্ণফুলীতে টানেল আর স্বপ্ন নয়, শিগগিরই এটি বাস্তব রূপ লাভ করবে বলে জানান তিনি।

এ সময় মন্ত্রীর সাথে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *