চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৮৬ জন হজযাত্রীর মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৮-২৬ ০০:১৭:১৮ || আপডেট: ২০১৮-০৮-২৬ ০০:১৭:১৮

 

খলিল চৌধুরী,  সৌদি আরব :

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৮৬ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে ২৫ আগস্ট, শনিবার পর্যন্ত তাদের মৃত্যু হয়।

ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে জানা যায়, এখন পর্যন্ত সর্বমোট ৮৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে পুরুষ ৭৩জন ও নারী ১৩জন। সবচেয়ে বেশি হাজির মৃত্যু হয়েছে মক্কায়, ৪৯জন। এ ছাড়া জেদ্দায় দুইজন, মদিনায় সাতজন, মিনাতে ১৮জন ও আরাফায় ১০জনের মৃত্যু হয়।

চলতি বছর ৫২৮টি হজ এজেন্সির মাধ্যমে মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরব যান। তাদের মধ্যে ছয় হাজার ৭৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং এক লাখ ২০ হাজার ব্যক্তি বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব পৌঁছান।

বাংলাদেশ বিমান ১৮৭টি ফ্লাইটের মাধ্যমে ৬৪ হাজার ৯৬৭ জনকে বহন করে। বাকি ৬১ হাজার ৮৩১ জন সৌদি এয়ারলাইন্সের ১৮৮টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব হজ পালন করতে যান।

হজ শেষে ২৭ আগস্ট সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *