চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা

প্রকাশ: ২০১৮-০৮-২৭ ১৯:৪২:৩৯ || আপডেট: ২০১৮-০৮-২৭ ১৯:৪২:৩৯

 

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা। রোববার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৩৮০ জন হাজী দেশে ফিরেন।

বাংলাদেশ বিমান সূত্রে জানা গেছে, রাত ৩টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা দেরিয়ে পৌঁছে বলে জানান যাত্রীরা। এই ফ্লাইটে সাধারণ যাত্রীরাও এসেছেন।

দেশে ফিরে হাজীরা জানান, কোনো কোনো যাত্রী বেসরকারি হজ এজেন্সিগুলোর অব্যবস্থাপনার অভিযোগ করেছেন। হজের সেবার মান বাড়াতে কর্তৃপক্ষকে আরও বেশি আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

প্রথম ফ্লাইটের হাজীদের স্বাগত জানাতে বিমানের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি সৌদি এয়ারলাইনসের ফ্লাইটেও আজ থেকে হাজীরা দেশে ফিরবেন।

ঢাকা ও মক্কা হজ অফিস জানায়, চলতি বছর পবিত্র হজ পালনে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করেছেন।

গত ২০ আগস্ট এবারের পবিত্র হজ পালন সম্পন্ন হয় এবং গত ১৪ জুলাই সৌদি আরবের উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট শুরু হয়।

এবছর পবিত্র হজ পালন করতে গিয়ে ১৩ জন মহিলাসহ ৮৬ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ৪৯ জন, মদিনায় সাতজন, জেদ্দায় দুজন, মিনায় ১৮ জন এবং আরাফায় ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেন বলে মক্কা হজ অফিস জানিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *