চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বেলাল আহমদ বিশেষ প্রতিনিধি

লামায় পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমান আদালতে দুই জনকে জরিমানা

প্রকাশ: ২০১৮-০৮-২৭ ১৪:১৮:০৮ || আপডেট: ২০১৮-০৮-২৭ ১৪:১৮:০৮

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন এলাকায় অবাধে পাহাড় কেটে মাটি মজুুদ করার দায়ে দুই জনকে জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট নূর এ -জান্নাত রুমি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি ইট ভাটার সংলগ্ন দুজনকে ২০হাজার টাকা করে ৪০০০০ জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিস কর্তৃক তথ্য পেতে দেরি হওয়ায় অপরাধীদের নাম ঠিকানা ও অন্যান্য তথ্য দেওয়া সম্বভ হয়নি। লামা উপজেলাস্থ ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি সংগ্রহ ও মওজুদ করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার নূর এ জান্নাত রুমি। পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করার কারনে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আওতায় ২জন ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা আদায়সহ সংশ্লিষ্ট সকলকে পরিবেশ সংরক্ষণ আইন যথাযথ পালনের নির্দেশ প্রদান করেন। তিনি জানান, অবৈধ পাহাড় কাটা ও অবৈধ ইট ভাটার বিরূদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *