চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মদিনা মসজিদ নববীতে বাংলাদেশি এক প্রবাসীর মানবেতর জীবন

প্রকাশ: ২০১৮-০৮-২৮ ২১:৪৯:৩৩ || আপডেট: ২০১৮-০৮-২৮ ২১:৪৯:৩৩

 

প্রবাসী মুহাম্মদ সুমন, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে অন্যদের মতে সুমন আজ থেকে ১১-মাস আগেই পাড়ি জমিয়েছেন সৌদিআরবের রাজধানী রিয়াদ শহরে।রিয়াদ থেকে ইকামা (সৌদি রেসিডেন্স পরমিট) পাওয়ার পর তিনি মদিনা যান জিয়ারতের উদ্দেশ্য সে খানে এসে জটিল রোগে আক্রান্ত হন মুহাম্মদ সুমন।

এরপর থেকে দীর্ঘ ৫/৬ মাস মদিনা মসজিদ নববীর ১০-নম্বর টয়লেটের পাশে মানবেতর দিন কাটাচ্ছেন।

মদিনাতে পরিচিতি কেউ না থাকাতে সুমনের পাশে দাবড়ানো মতো কেউ নেই। শরীফের দায়িত্বরত পুলিশরা ২/৩ বার তাকে ডাক্তার দেখিয়ে ছিলেন, দু’পা হঠাৎ অচল হয়ে গেছে বলে এ প্রতিবেদকে টেলিফোনে জানান তার মালিকের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে।

তিনি এখন হাটতেও পারছেন না।ফলে সাধারণ চলাফেরা করাও অনেক কষ্টকর তার জন্য। তিনি দেশে চলে যেতে চান। তবে এ বিষয়ে তাকে সহযোগিতা করার মতো কাউকে পাচ্ছেন না তিনি।

হায়রে প্রবাস-দেশে ফিরতে মুহাম্মদ সুমন মদিনা প্রবাসী বাংলাদেশি এবং জেদ্দা কনস্যুালেটের দৃষ্টি কামনা করছেন

মুহাম্মদ সুমনের বাড়ী বাংলাদেশের জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার গোমদির্ঘী ইউমিয়নের নেছার আহমদের পুত্র। যোগাযোগ ফোন নম্বর ০৫০২৪৩৯৭৮৭ তার সৌদিআরব রিয়াদে কফিলের নম্বর ০৫৫৫০০৭৬৫২.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *