চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

সীতাকুণ্ডে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত

প্রকাশ: ২০১৮-০৮-২৮ ০৩:০২:০০ || আপডেট: ২০১৮-০৮-২৮ ০৩:০২:৩৮

 

বীর কন্ঠ ডেস্ক :

সীতাকুণ্ডে জাতীয় শোক দিবস উপলক্ষে এক সভার পর মহাসড়কে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন দুই ভাই। নিহত রমজান আলী (৩৫) ও সিজন আলী (২৫) আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন তার সঙ্গীরা। বিডিনিউজ

সোমবার (২৭ আগস্ট) রাত ৮টার এই হামলার পর রমজান ও তার ছোট ভাই সিজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এসআই শিলব্রত বড়ুয়া বলেন, ‘একটি সভা শেষে মোটরসাইকেলে যাওয়ার সময় হামলার মুখে পড়েন রমজান ও সিজন। রমজানকে চিকিৎসকরা দেখে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সিজনের মৃত্যু হয়। দুজনের দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।’

জাতীয় শোক দিবস উপলক্ষে সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভা ছিল বিকালে। ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হামলার মুখে পড়েন এমপি দিদারের অনুসারী রমজান। মোটরসাইকেলে মোট তিনজন ছিলেন। তৃতীয়জন মো. মোবারক অক্ষত রয়েছেন।

মোবারক বলেন, ‘আমরা বাড়িতে ফিরছিলাম। বড় দারোগা হাটে মহাসড়কে ওজন স্কেলে মোটরসাইকেল স্লো করলে একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায়।’

রমজানের বাড়ি বড় দারোগা হাটের মহালঙ্কায়, তার বাবার নাম নুরুল আবসার। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে এ হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মসিউদ্দৌলা রেজা বলেন, ‘প্রতিপক্ষ গ্রুপের লোকজন রমজানকে হত্যা করেছে বলে আমরা ধারণা করছি।’ তিনি আরও জানান, রমজানের বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ নানা অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *