আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৮-২৯ ১৯:৫২:২৩ || আপডেট: ২০১৮-০৮-২৯ ১৯:৫২:২৩
পটিয়া পটিয়ায় বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের উদ্যোগে এক সভা আজ বিকেলে স্হানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আহবায়ক ইনসানা নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব মহিলা লীগের চট্রগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক এডভোকেট জোবাইদা গুলশান আরা
জিমি।উপজেলা যুগ্ন আহবায়ক সুমী দে সাথীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক রুমা আকতার আরো বক্তব্য রাখেন শাহীন আকতার,মিলকী চৌধুরী, শামীম আকতার বেবী নন্দী,বিপুলা সর্দার,বাপ্পী দাশ,ফাতেমা আকতার,লিজা আকতার,শিউলি ভট্রাচার্য্য,শাহনাজ ফরিদ, শম্পা দাশ, সুপ্রিয়া দত্ত তসলিমা নুর,প্রমুখ।
এতে প্রধান অতিথির উপস্হিতে যুব মহিলা লীগের পটিয়ার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি দক্ষিণ জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট জোবাইদা গুলশান আরা জিমি বলেন, আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্টিত হবে। এ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।