আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৮-৩০ ১৫:৩৩:৫৮ || আপডেট: ২০১৮-০৮-৩০ ১৫:৪০:৪২
লোহাগাড়া উপজেলার বটতলী ষ্টেশনের স্টার সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির দ্বি বার্ষিকী নির্বাচন- ২০১৮ আজ ৩০ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত হন রূপছায়া ক্লথ ষ্টোরের স্বত্বাধিকারী মোঃ আমানুল হক।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২জন। নির্বাচিত হন এরাবিয়ান শাড়ীজ’র স্বত্বাধিকারী মোঃ সাত্তার সিকদার। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২জন। নির্বাচিত হন চমক প্লাসের স্বত্বাধিকারী মোঃ মোস্তাফা কামাল।
অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২জন। নির্বাচিত হন বার আউলিয়া ক্লথ ষ্টোরের স্বত্বাধিকারী মোঃ শফিক আহমদ।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মার্কেটের ব্যবসায়ী অাবুল বশর সওদাগর। নির্বাচনের পর্যবেক্ষক ছিলেন, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন। বিজয়ী চার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায়ীরা।