চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় নির্মাণ শ্রমিক লীগের শোক সমাবেশ

প্রকাশ: ২০১৮-০৮-৩০ ২৩:২১:২৩ || আপডেট: ২০১৮-০৮-৩০ ২৩:২৬:৪৬

 

পটিয়ায় গতকাল নির্মাণ শ্রমিক লীগের উদ্যোগে জাতিয় শোক দিবস উপলক্ষে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করেছে উপজেলা ও পৌরসভা নির্মাণ শ্রমিক লীগ। এতে পটিয়ায় অসংখ্য শোক মিছিল বের হয়। শোক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. বদিউল আলম, এছাড়াও এতে নির্মাণ শ্রমিক লীগের নেতৃবৃন্দরাও  বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা নির্মাণ শ্রমিক লীগ পৌরসভা সভাপতি মো: শাহ আলম। সঞ্চালনায় ছিলেন দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক রফিক হাসান ও উপজেলা সেক্রেটারি মুহাম্মদ ইসহাক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্মাণ শ্রমিক লীগ সাধারণ সম্পাদক শেখ নুুরুল হক, জেলা শ্রমিক লীগ সভাপতি এস.এম আনোয়ার হোসেন, বক্তব্য রাখেন আদালতের পিপি বদিউল আলম, পটিয়া উপজেলা সভাপতি এখলাস মিয়া, পৌরসভা সেক্রেটারী জাফর আহমদ, জেলা দেশরত্ন পরিষদ সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, মুত্তিযোদ্ধা প্রজন্ম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন রানা, উপজেলা দেশরত্ম পরিষদ সভাপতি আবুল বাহার চৌধুরী, সেক্রেটারি হাসান মুরাদ, আওয়মী লীগ নেতা ওয়াহিদুল আলম বাবুল, সাবেক ছাত্রনেতা শাহাবুদ্দিন, শিমুল ধর, সাইফুল ইসলাম সোহেল, আজিজুল হক মানিক, মো: শাহিন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন ইমরান, সাইফুল ইসলাম জুয়েল, সাজ্জাদ হোসেন, মো: রাসেল, মো: শহীদ, মো: সোহেল, মো: ইমন, শ্রমিক নেতা নুরুল আলম, নুর মোহাম্মদ, নুরু কন্ট্রাক্টর, আবুল কাশেম, আবদুল মালেক, ফজলুর রহমান মফিজ, সাইফুল হাসান সোলায়মান, আলমগীর, মো: ইদ্রিস, আবদুল কাদের, নুরুল ইসলাম, তৈয়ব আলী, ফারুক আহমদ, গাজি মফিজুর রহমান, আবদুর রহমান মিয়া, আলী আজগর, ফরিদুল ইসলাম প্রমুখ।

এতে প্রধান অতিথি বদিউল আলম বলেন, পচাত্তরের পনের আগষ্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। এখনো তাদের দোসরারা সক্রিয়। তারা দেশের উন্নয়ন অগ্রগতির মহা নায়ক জাতির পিতার কন্যা মাদার অব হিউমিনিটি দেশরত্ম শেখ হাসিনাকে হত্যার সুযোগ খুঁজছে। এমতাবস্থায় সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জাতিয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দিপ্ত শপথ নিতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *