চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় রডের আঘাতে ছাত্রের হাতে অপর ছাত্র খুন

প্রকাশ: ২০১৮-০৮-৩০ ২১:৫১:৪৫ || আপডেট: ২০১৮-০৮-৩০ ২২:০১:২১

লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান শাহ আমজাদিয়া হেফজখানা ও নূরীয়া এতিমখানায় আজ ৩০ আগস্ট ভোর বেলায় এক ছাত্রের হাতে অপর ছাত্র খুন হওয়ার সংবাদ পাওয়া যায়। নিহত ছাত্রের নাম মিজানুর রহমান (১১)। সে উপজেলার উত্তর কলাউজানের সিকদার পাড়ার মোঃ ইছাহাকের পুত্র এবং ঘাতক সাজ্জাদ কচির (১১) উপজেলার পশ্চিম কলাউজান এলাকার মাওলানা আবদুর রহিমের পুত্র । বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের মাওলানা গোলাম রসুল কমরী। তিনি জানান প্রতিদিনের ন্যায় তিনি ছাত্রদের ফজরের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে ডেকে তুলে দেন। কিন্তু ঘটনারদিন সবাই ঘুম থেকে উঠলেও সাজ্জাদ কচির ঘুম ঘুম ভাব অবস্থায় ছিল। এক পর্যায়ে সাজ্জাদ কচিরের মুখে ঘুমের ঘোর কাটাতে অপর ছাত্র মিজানুর রহমান পানি ছিটিয়ে দেয। এতে কচির ক্ষিপ্ত হয়ে মিজানের মাথায় রড দিয়ে আঘাত করে। ফলে মিজান মারাতœকভাবে আঘাত প্রাপ্ত হয়। এসময় তাকে আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার কোন পরিবর্তান না হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টায় মৃত্যুবরণ করেন। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ সংক্রান্ত বিষয়ে থানায় কোন মামলা হয়নি। অফিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জানা গেছে, দুপুরের দিকে থানার এসআই মফিজুর রহমান ঘাতক কচির কে আটক করে থানায় নিয়ে আসেন। কচির বর্তমানে লোহাগাড়া থানা হেফাজতে রয়েছে। অপরদিকে নিহত মিজানুর রহমানের লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মিজানুর রহমানরে মৃত্যুতে সহপাঠিদের মাঝে শোকের ছায়া বিরাজ করে এবং এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *