চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ার সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ-৩

প্রকাশ: ২০১৮-০৮-৩১ ২২:৪৮:৩৪ || আপডেট: ২০১৮-০৮-৩১ ২২:৪৮:৩৪

 

চকরিয়া উপজেলার বদরখালীতে প্রতিপক্ষের গুলিতে মাদ্রাসার ছাত্রসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতরা হচ্ছে আব্দুর রহমানের পুত্র হাসান আলী (৩৫), আব্দুল হাকিমের পুত্র শহিদুল্লাহ (৩০) ও গুরা মিয়ার পুত্র কামাল হোছাইন (১৮)। এ ঘটনাটি ঘটেছে ৩১ আগস্ট বিকাল ৪ টায় বদরখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাঝের পাড়া ষ্টেশনে ।

বদরখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাঝের পাড়ার বাসিন্দা মৃত আব্দুর রহমানের পুত্র মনজুর আলম জানান, আমার বড় ভাই হাসান আলীসহ আপরাপর আতœীয়-স্বজনরা মেজবান খেয়ে ৩১ আগস্ট  বিকাল ৪টায় বাড়ী ফিরছিল। এসময় উৎপেতে থাকা শাহাবউদ্দিনের নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে তার ভাই হাসান আলীকে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। তার সাথে থাকা স্বজনরা তাকে উদ্ধার করতে গেলে তাদের উপর গুলি চালায়। এতে ৩জন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে  আহত অবস্থায় হাসান আলী, শহিদুল্লাহ ও কামাল হোছাইনকে পথচারীরা উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে প্রেরণ করে। তাদের মধ্য হাসান আলীর অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শাহাব উদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন সারাদিন এলাকায় ছিলাম না। কে বা কারা ঘটনা করে তাকে ফাঁসানো চেষ্টা চালাচ্ছে। এদিকে বদরখালী পুলিশ ফাড়িঁর আইসি অরুণ কুমার চাকমা বলেন, মাষ্টার আব্দুল জলিল গংদের একটি মৎস্য প্রকল্প থেকে গত ২৮ আগস্ট রাতে কে বা কারা মাছ লুঠ করে নিয়ে যায়। এতে একটি চিংড়ি ঘেরের মাছ লুঠের ঘটনা নিয়ে দু”পক্ষের মধ্য কয়েক দফায় কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে এ ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *