চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার দায়ে ৩ জন কারাগারে

প্রকাশ: ২০১৮-০৮-৩১ ২১:০৩:৩৬ || আপডেট: ২০১৮-০৮-৩১ ২১:০৪:০১

 

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার দায়ে ৩ জনকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (৩১ আগস্ট) উপজেলা সদরের ইছাখালী এলাকায় বিকেল ৪ টার দিকে পাহাড় কাটার সময় আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মাসুদুর রহমান তিনজনকে ১৫ দিনের করে কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, মো. জসিম, মো. আজিম  ও মো. হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সরকারি আদেশ অমান্য করে দীর্ঘদিন ধরে পাহাড় কাটার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে পাহাড় কেটে মাটি নেয়ার অপরাধে ৩ জন শ্রমিককে কারাদন্ড দেয়া হয়। জব্দ করা হয় মাটি কাটার সরঞ্জামাদি। পাহাড় কাটা ঠেকাতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *