চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Faruque Khan Executive Editor

বীর বাহাদুর গাইবেন আজ

প্রকাশ: ২০১৮-০৯-০১ ১২:৫৮:১৩ || আপডেট: ২০১৮-০৯-০১ ১২:৫৮:১৩

ফারুক খান তুহিন, বীরকন্ঠ :

আশির দশক থেকে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ দাপিয়ে বেড়ানো বীর বাহাদুর ঊশৈচিং খেলার মাঠ ও সাংস্কৃতিক মঞ্চেও সমান পারদর্শী ।

৩০০ নং বান্দরবান আসনের পাঁচবারের সাংসদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর আজ আবারও নিজের সাংস্কৃতিক প্রতিভার ঝলক দেখাবেন।

রিহার্সেল পর্বে নিজের কন্ঠ ঝালিয়ে নিচ্ছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর

বান্দরবানে অনুষ্ঠিতব্য নবীন-প্রবীণ শিল্পিদের মিলনমেলা অনুষ্ঠানে গাইবেন তিনি। ‘শিল্পের সৌরভে গৌরবে’ নামক অনুষ্ঠানটি আজ  (১লা সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বান্দরবানের প্রাণ কেন্দ্রে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর ছাড়াও বান্দরবানের শিল্পিদের মনোমুগ্ধকর পরিবেশনা থাকবে বলে জানাগেছে। বাংলাদেশ আইডল খ্যাত মংউসিং মারমাও গাইবেন মঞ্চে।

এই অনুষ্ঠানটি সবার জন্য উম্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির আহ্বায়ক চথুই প্রু মারমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *