চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Faruque Khan Executive Editor

আযান সম্প্রচার না করলে টিভির লাইসেন্স বাতিল

প্রকাশ: ২০১৮-০৯-০২ ১৭:৪৯:৩৬ || আপডেট: ২০১৮-০৯-০২ ১৭:৪৯:৩৬

ডেস্ক রিপোর্ট, বীরকন্ঠ : 

প্রতিদিন পাঁচ ওয়াক্ত আযান সম্প্রচার না করলে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স বাতিল করে দেয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানের উচ্চ আদালত। আদালতের রায়ের পর দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) আযান সম্প্রচারের ব্যাপারে পাকিস্তানে ৪৫টি টেলিভিশন চ্যানেলকে শেষবারের মতো সতর্ক করে দিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশন চ্যানেলগুলোকে হুশিয়ারি করে পেমরা বলেছে, যদি এসব টেলিভিশন চ্যানেল অতিসত্বর সময় মতো আযান সম্প্রচার শুরু না করে। তবে তাদের লাইসেন্স বাতিল করে দেয়া হবে।

গত ৯ মে দিনে পাঁচ ওয়াক্ত আযান সম্প্রচারের নির্দেশনা দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। বিচারপতি শওকত আজিজ সিদ্দিকীর একক বেঞ্চ টেলিভিশনগুলোর সকালের অনুষ্ঠানে নীতি লঙ্ঘনের বিরুদ্ধে একটি পিটিশনের শুনানি শেষে এ নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *