চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

বঙ্গবন্ধু না হলে স্বাধীন বাংলাদেশ হতো না : বদিউল আলম

প্রকাশ: ২০১৮-০৯-০২ ২৩:৫৮:৫৬ || আপডেট: ২০১৮-০৯-০২ ২৩:৫৮:৫৬

আবদুল হাকিম রানা :

দেশরত্ন পরিষদ দক্ষিণ জেলা শাখার উদ্যোগে পটিয়ার কোলাগাঁও ইউনিয়ন নলান্ধায় জাতির জনকের ৪৩তম মৃত্যু বার্ষিকীর খতমে কুরআন, মিলাদ মাহাফিল ও আলোচনা সভায় জেলার সভাপতি আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে ছাত্রনেতা ও আমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব বদিউল আলম। বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা তসলিম উদ্দিন রানা, আওয়ামীলীগ নেতা সাহাবুদ্দিন, দেশরত্ন পরিষদ পৌরসভা সভাপতি ওয়াহিদুল আলম বাবুল, সাধারণ সম্পাদক হাসান মুরাদ, পটিয়া উপজেলা সভাপতি আবুল বাহার চৌধুরী, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সোহেল, সিদ্ধার্ত বড়ুয়া, বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জুয়েল, দেশরত্ন পরিষদ নেতা নাসির উদ্দিন, সাহেদ, আবু বক্কর, বেলাল, মানিক, নোমান, নয়ন, তৈয়ব, দস্তগীর, আনিস, গফুর, রোকন, মিজান প্রমুখ।

এতে প্রধান অতিথি বলেন, কারো এক দিনের ঘোষণায় স্বাধীন বাংলাদেশের জন্ম হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ ত্যাগ ও আন্দোলনের ফসল আজকের স্বাধীন বাংলাদেশ। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। যা অব্যাহত রাখতে আসন্ন সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *