চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

বাংলাদেশের অসাম্প্রদায়িক পথ চলাকে টেকসই করতে শেখ হাসিনাকে আবার বিজয়ী করতে হবে : সামশুল হক এমপি

প্রকাশ: ২০১৮-০৯-০২ ২৩:৫২:৩১ || আপডেট: ২০১৮-০৯-০২ ২৩:৫২:৩১

 

আবদুল হাকিম রানা :

পটিয়ায় কেন্দ্রীয় জন্মষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে থানার মোড়ের গৌরাঙ্গ নিকেতনে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। সকালে এ কমসুচি উদ্বোধন করেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন শ্রীমৎ গীতা উত্তেরশ্বরানন্দ গিরি মহারাজ, উৎসব উদ্যাপন পরিষদ সভাপতি রনধীর দে’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি বিমল কান্তি মিত্র উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, সাবেক উপজেলা সম্পাদক বিজন চক্রবত্তী, আইয়ুব বাবুল, অরুন দাশ, গৌরাঙ্গ নিকেতনের সম্পাদক অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, আশীষ গোস্বামী, প্রদীপ বিশ্বাস, এড. অরুন মিত্র, রতন চক্রবত্তী, নাজিম উদ্দিন পারভেজ, নুর আলম সিদ্দিকী, পটিয়া উপজেলা গীতা শিক্ষা কমিটির প্রধান উপদেষ্টা পুলক চৌধুরী, সমীর ধর অপু, অজয় শীল ও উৎপল ধর দেবুর সঞ্চালনায় পুজা পরিষদ নেতা তাপস দে, জীতেন গুহ, মিহির চক্রবত্তী, ঋৃষি বিশ্বাস, এম. এজাজ চৌধুরী, মাষ্টার শ্যামল দে, বিশ্বজিৎ দাশ, প্রনব দাশ, তপন ধর, তাপস দে আকাশ, রুবেল দাশ বাবু, কাত্তিক দাশ ছোটন নাথ, দেবাশীষ ধর বাপন, জয়রাম দে, ছোটন কান্তি, জয়, বিপ্লব দাশ অভি, দীপক দাশ রিভু, রূপক চক্রবত্তী, অনিল দাশ, বরুন দাশ, সুভাষ চক্রবর্ত্তী, বিকাশ ধর, রাজিব দাশ, রতন বিশ্বাস, মদন মিত্র, দিলীপ ঘোষ দিপু, রত্না চক্রবর্ত্তী, রণবীর দে, অজয় শীল, অরুণ দে, শিল্পী মিত্র, রেখা চৌধুরী, মাষ্টার লিটন নাথ, ছোটন নাথ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, সব ধর্মে আদর্শিক ও পরিশীলিত জীবন গড়ার শিক্ষা রয়েছে। আমরা ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলা থেকে ব্যর্থ হওয়ায় সমাজে নানা অশান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তিনি সকলকে ধর্মীয় নির্দেশনা মেনে জীবন গঠনের আহবান জানিয়ে বলেন, বাংলাদেশে স্বাধীনতা বিরোধী চক্র হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। বিগত সাড়ে ৯ বছর জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার ইতিহাস সৃষ্টি করা হয়েছে। এসময়ে এদেশের মানুষ ধর্ম যার যার উৎসব সবার। এ প্রত্যয় নিয়ে নব মেল বন্ধনে ঐক্যের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। যা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি সমুন্নত রাখার জন্য নৌকার মার্কাকে বিজয়ী করার জন্য দীপ্ত শপথ নিতে হবে।

পরে বিশাল শোভাযাত্রা পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করে সনাতনী বিদ্যার্থী পরিষদ, রাধামঠ মন্দির, দক্ষিণ ভূর্ষি শৈব সংঘ, নন্দেরখীল রাজসংঘ, দক্ষিণ সমুরা লোক ও মঠ মন্দির সহ পটিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন মঠ, মন্দির, মিশনের ব্যাপক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বশীল বিভিন্ন সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *