চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

রাঙ্গুনিয়ায় অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশের অভিযান: ১০ চাঁদের গাড়ি জব্দ

প্রকাশ: ২০১৮-০৯-০২ ২৩:৪৭:২৮ || আপডেট: ২০১৮-০৯-০২ ২৩:৪৭:২৮

 

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় বিভিন্ন আভ্যন্তরিন সড়কে দ্রুতগামি বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। রবিবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযানে ১০টি অবৈধ চাঁদের গাড়ি (জিপ) জব্দ করা হয়েছে। এসব গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে পুলিশ জানায়। সড়কে দ্রুতগামি অবৈধ নছিমন, চাঁদের গাড়ি, বটবটি, ব্যাটারিচালিত গাড়ি সহ অবৈধ যানবাহনের কারণে বিভিন্ন সময় দুর্ঘটনা মুখে পড়ছে সাধারণ মানুষ। এসব গাড়ির কারণে নষ্ট হচ্ছে সড়ক, দিন দিন বাড়ছে যানজট। তাই এসব গাড়ি চলাচল বন্ধে বিশেষ এই অভিযান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, ‘সারাদেশের ন্যায় রাঙ্গুনিয়ায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও আভ্যন্তরিণ সড়কে দ্রুতগামী চাঁদের গাড়ি (জিপ), বটবটি, ব্যাটারিচালিত গাড়ি ছাড়াও নানারকম অবৈধ গাড়ি চালানো হচ্ছে। এসব গাড়ির কারণে বিভিন্ন সময় দুর্ঘটনার মুখে পড়ছে সাধারণ মানুষ। প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে সম্প্রতি। তাই রাঙ্গুনিয়ায় এসব গাড়ি আর চলতে দেওয়া যাবে না। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে রবিবার ১০টি চাঁদের গাড়ি জব্দ করে মামলা দেওয়া হয়েছে। অবৈধ এসব যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা আধুর পাড়া এলাকায় চাঁদের গাড়ি (জিপ) ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়া কলেজের স্নাতক শিক্ষার্থী মো. শাকিল (১৯)। এছাড়াও গত কয়েক বছর ধরে এসব গাড়ির বেপরোয়া গতির কারণে ছোটবড় দুর্ঘটনার পাশাপাশি সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবী জানিয়ে আসছেন স্থানীয়রা। এসব যান চলাচল বন্ধে পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *