চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

মিজবাউল হক চকরিয়া অফিস

পেকুয়ায় দেয়াল ধসের ঘটনায় আহত ইয়াছিন আলীর মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৯-০৪ ২৩:৩৪:০৩ || আপডেট: ২০১৮-০৯-০৪ ২৩:৩৪:০৩

চকরিয়া অফিস :

পেকুয়ায় মাটির তৈরী ঘরের দেয়াল ধসে পড়ে তিন বছর বয়সী বড় ভাই শের আলী নিহত হওয়ার চার ঘন্টা পর ছোট ভাই দুই বছর বয়সী ইয়াছিন আলীও মারা গেছেন। সোমবার রাত ৯টার দিকে শের আলী ও রাত ১টার দিকে ইয়াছিন আলী মারা যায়। দুই ভাইয়ের মৃত্যুতে বারবাকিয়ার কাদিমাকাটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসীরা জানান, বারবাকিয়ার পাহাড়ি গ্রাম কাদিমাকাটায় পুতন আলীর মাটির তৈরী ঘরটি ছিল জরাজীর্ণ। সোমবার রাত ৯টার দিকে মা আলমাছ খাতুন দুই সন্তানকে নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এসময় ঘরের মাটির দেয়াল ধসে পড়ে তাদের উপর। এতে ঘটনাস্থলেই মারা যায় বড় ভাই শের আলী। মা ও ছোট ভাইকে পেকুয়ার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। শারিরীক অবস্থার অবনতি ঘটলে ছোট ভাই ইয়াছিন আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চমেক হাসপাতালে নেয়ার পথে রাত ১টার দিকে ইয়াছিন আলী মারা যায়।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন দরিদ্র পরিবারের আহত গৃহবধূ আলমাছ খাতুনের চিকিৎসার ব্যয়ভার বহন করবেন বলে আশ্বাস দিয়েছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবউল করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *