চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম বিমান বন্দরে দেড় কেজি স্বর্ণের বার উদ্ধার 

প্রকাশ: ২০১৮-০৯-০৪ ১৭:২৫:০৮ || আপডেট: ২০১৮-০৯-০৪ ১৭:২৫:০৮

বীর কন্ঠ ডেস্ক :

শুল্ক ও তদন্ত বিভাগ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ৫১৭ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটের এক যাত্রীর কার্টন থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়েছিল। স্ক্যানিংয়ের সময় একটি কার্টনে সন্দেহজনক কিছু ধরা পড়লে কার্টনের মালিকের খোঁজ করে তারা। কিন্তু কার্টনটির মালিকানা কেউ দাবি না করায় সেটি খোলা হয়। কার্টনের ভিতর থেকে একটি চার্জার লাইট পাওয়া যায়। লাইটটি খুলতে গেলে ব্যাটারির জায়গায় কৌশলে লুকানো স্বর্ণের বার পাওয়া যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *