চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে গত ১০ বছরে কোন সাম্প্রদায়িক দূর্ঘটনা ঘটেনি: -সাংসদ বাদল

প্রকাশ: ২০১৮-০৯-০৪ ১৬:১০:২১ || আপডেট: ২০১৮-০৯-০৪ ১৬:১০:২১

চট্রগ্রাম-৮ অাসনের সংসদ সদস্য অালহাজ্ব মঈন উদ্দিন খান বাদল বলেছেন- বিগত ১০ বছরে বোয়ালখালীতে কোন সাম্প্রদায়িক দূর্ঘটনা ও সনাতনীর কোন মা এবং কিশোরীর উপর অত্যাচার, নিপীড়ন করার ঘটনা ঘটেনি। গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় পশ্চিম শাকপুরায় শ্রী শ্রী বাবা লোকনাথ এর ২৮৮তম অার্বিভাব উৎসব উপলক্ষে অায়োজিত ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি অারো বলেন- বোয়ালখালী হচ্ছে সকল ধর্মাবলম্বীদের মিলন ক্ষেত্র,  এ ভ্রাতৃত্বপূর্ণ মিলন ক্ষেত্র অক্ষত রাখার জন্য চেষ্টা করেছি এবং এ চেষ্টা অামার মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকবে।

পশ্চিম শাকপুরা শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী সেবা মন্দির ও গীতা শিক্ষালয় কেন্দ্রে অায়োজিত ৩ ও ৪ সেপ্টেম্বর দু’দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অায়োজিত ধর্মসভায় সভাপতিত্ব করেন-শ্রীমৎ কৃপানন্দ ব্রক্ষ্মচারী মহারাজ। দিপক দাশের উপস্থাপনায় এতে ধর্মীয় বক্তা ও অতিথি ছিলেন- শ্রীমৎ উছিলানন্দ ব্রক্ষ্মচারী মহারাজ, নকুলেশ্বরানন্দ মহারাজ,উত্তম চৈতন্য মহারাজ,ভগিরতপুরী মহারাজ,উপব্রক্ষ্ম মহারাজ,অরুপানন্দ মহারাজ,শ্যামল ব্রক্ষ্মচারী মহারাজ,  মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বোয়ালখালী থানার ওসির দায়িত্বে থাকা (তদন্ত ওসি) মাহাবুবুল অালম অাখন্দ, ভূমিদাতা হৃদয় দাশ, কার্ত্তিক দাশ, উৎসব কমিটির সভাপতি মিঃ তুষার বৈদ্য, সাবেক মেম্বার অনুপ দাশ প্রমুখ। ৩ সেপ্টেম্বর সকাল ১১টায় এ উপলক্ষে এক বিশাল মোটর শান্তি শোভা যাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ২ দিনব্যাপি অনষ্টান উপলক্ষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *