চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় এলজিইডির পল্লী কর্মসংস্থান ও সড়ক মেরামত কর্র্মসূচীর চেক বিতরণ

প্রকাশ: ২০১৮-০৯-০৫ ০০:০৩:৫৩ || আপডেট: ২০১৮-০৯-০৫ ০০:০৪:৫৮

আবদুল হাকিম রানা:

পটিয়া এলজিইডির উদ্যোগে পল্লী কর্মসংস্থান ও সড়ক মেরামত কাজে নিয়োজিতদের সঞ্চয়ের চেক হস্তান্তর করা হয়েছে। পটিয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তর আয়োজিত এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্তের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জমান চৌধুরী, নুরুল হাকিম, চেয়ারম্যান আবদুল খালেক, এম এজাজ চৌধুরী, বেলাল উদ্দিন, কোরবান আলী, প্রমুখ। এতে এমপি সামশুল হক গ্রামীন উন্নয়নে নিয়োজিতদের মূল্যায়নে সরকার আন্তরিক বলে অভিহিত করে বলেন, এদেশের গ্রামের উন্নয়নে সবচেয়ে বেশী আন্তরিকভাবে কাজ করেছে বর্তমান জাতির পিতার কন্যা শেখ হাসিনার সরকার। এ সরকারকে পুনরায় ক্ষমতায় আনা সম্ভব হলে দেশের যে উন্নয়ন ও অগ্রগতি সূচিত হয়েছে তার পরিধি অনেকাংশে বৃদ্ধি পাবে। সরকার বর্তমানে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে সক্ষম হয়েছে। বর্তমানে বিশ্বের বহু দেশ বাংলাদেশকে অনুসরণ করছে। এমতাবস্থায় শেখ হাসিনার সরকার ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। যা বাস্তবায়নের জন্য আসন্ন সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। পরে তিনি পল্লী কর্মসংস্থান ও সড়ক মেরামত কাজে নিয়োজিতদের সঞ্চয়ের চেক হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *