আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-০৫ ২১:১০:২২ || আপডেট: ২০১৮-০৯-০৫ ২১:১০:২২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মুখের জায়গা বরাদ্দের দাবিতে গতকাল দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড মানববন্ধন করেছে। এতে তারা দাবি করেন সরকার মুক্তিযোদ্ধা মার্কেট নির্মাণ করে দিলে ও সামনের জায়াগা বরাদ্দ না পাওয়ায় মুক্তিযোদ্ধা মার্কেট চালু করা যাচ্ছে না। তারা জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট সংস্থা গুলোকে অবিলম্বে মার্কেট সম্মুখের জায়গাটি বরাদ্দ দেওয়ার দাবি জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার শাহাবুদ্দিন চৌধুরী, মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মহিউদ্দিন চেয়ারম্যান, বক্তব্য রাখেন, যুদ্ধকালীন কমান্ডার আহমদ নবী, সহকারী কমান্ডার যুগল সরকার, রনজিত কুমার দাশ, সহকারী কমান্ডার কান্তিময় ঘোষ, সহকারী কমান্ডার আবুল কাশেম চৌধুরী, জামাল উদ্দিন খান, মোস্তাফিজুর রহমান, আবদুল খালেক, আবু তাহের, আজিমুল হক, আহমদ ছফা, তাজুর মুল্লুক, ছিদ্দিক আহমদ, পংকজ দস্তিদার, রতন মহাজন, আবু বক্কর, বাদশা মিয়া, নাজিমুল হক, আয়ুব চৌধুরী, আবদুর রাজ্জাক, আবদুল মান্নান, শামসুল আলম চৌধুরী, আবু তাহের বাঙালী, মো. জমির, বিমল দাশ গুপ্ত, স্বপন চন্দ, মো. ইসহাক মেম্বার, আমিন মেম্বার, নুরুল ইসলাম, নাসির উদ্দিন শরীফ প্রমুখ। এতে বক্তারা মুক্তিযোদ্ধা মার্কেটের সম্মুখের জায়গা সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, পটিয়া পৌর মেয়র এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেন।