চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

২০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার: অর্থমন্ত্রী

প্রকাশ: ২০১৮-০৯-০৫ ২১:৪৬:৩২ || আপডেট: ২০১৮-০৯-০৫ ২১:৪৬:৩২

 

বীর কন্ঠ ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২০ দিনের মধ্যে স্বল্প পরিসরে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।

বুধবার সচিবালয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে মুহিত এ কথা বলেন।

অর্থমন্ত্রী আরও জানান, আগামী ২০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে।  তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল অনুযায়ী হবে।  তাকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে।

তিনি আরও বলেন, আগামী ২৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন চিন্তা করছে।  এবার নির্বাচন ফেয়ার (সুষ্ঠু) হবে।  বিএনপি না এলে তারা শেষ হয়ে যাবে।  এছাড়া ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) ছাড়া নির্বাচন কখনোই পুরোপুরি সুষ্ঠু করা সম্ভব নয়।  নির্বাচন কমিশনে অনেক সংস্কার হয়েছে।  এবার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

সাক্ষাৎ অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *