চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

রাঙ্গুনিয়ায় ৪৭ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও ফুটবলের চুড়ান্ত খেলা

প্রকাশ: ২০১৮-০৯-০৬ ০০:৫৬:০৮ || আপডেট: ২০১৮-০৯-০৬ ০০:৫৬:০৮

 

রাঙ্গুনিয়ায় প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় ৪৭তম জাতীয় (স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা) গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা , ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ বুধবার(৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের শিশু মেলা মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।  প্রধান অতিথি থেকে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। এর আগে বিকাল ৩ টায় শুরু হয় ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা। খেলার নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইবেকারে জয়ী হয় ঘাটচেক উচ্চ বিদ্যালয় দল। রানার্স আপ হয় রানীর হাট আরএবিএম উচ্চ বিদ্যালয় দল। ৩৮ টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি, হ্যান্ডবল, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *