চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চট্টগ্রামে আসকার দীঘির বস্তিতে আগুন

প্রকাশ: ২০১৮-০৯-০৬ ২৩:৩৩:০২ || আপডেট: ২০১৮-০৯-০৬ ২৩:৩৩:৩৯

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম কোতোয়ালী থানার আসকার দীঘি এলাকায় বস্তিতে আগুনের ঘটনায় অরুণ চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া।

এর আগে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসকার দীঘির পশ্চিম পাড়ের বস্তিতে আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসকার দীঘির পশ্চিম পাড়ের একটি বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ-নন্দনকানসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১১টি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, আগুনে দীঘির পশ্চিম পাড়ে লোকনাথ মন্দির ও আশপাশের কাঁচা বেশ কিছু ঘর পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *