চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মক্কায় প্রচন্ড ধূলি-ঝড়ো বাতাস ও প্রচুর বৃষ্টি

প্রকাশ: ২০১৮-০৯-০৬ ০১:০২:০৫ || আপডেট: ২০১৮-০৯-০৬ ০১:০২:০৫

 

খলিল চৌধুরী, সৌদিআরব:

বেশ কয়েক দিনধরে প্রচন্ড গরমে অতিষ্ঠ হাজ্বী-সহ মক্কা নগরবাসী। হঠাৎ  ৫-সেপ্টেম্বর বুধবার এশা নামাজের পরপরই রাত সাড়ে ৮-টা সময়ে প্রচন্ড ধূলি-ঝড়ো বাতাস শুরু হলে হাজ্বীরা একটু আতংকে হয়ে পড়ে। আসচরয়ের জন্য রাস্তার পাশে দোকান, মার্কেট ও হোটেলেসহ বিভিন্ন স্থানে দৌড় দৌড়ী শুরু করে।

প্রায় আডাঘন্ট এ ধূলি ও ঝড়ো বাতাস চলাকালীন সময়ে প্রচুর বৃষ্টি শুরু হলে বাতাসের গতি একটু কমে আসেন।

স্থির হয়ে আসেন হাজ্বী ও মক্কা  নগরবাসী। এ বৃষ্টির কারণে কয়েক দিনের অস্থির গরমে পবিত্র নগরে ঠান্ড হয়ে আসেন। ধূলি-ঝড়ো বাতাস ও বৃষ্টি একটু কমলে হাজ্বীরা তাদের স্বস্থানে ফিরে শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *