চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

খালেদার সুবিধার্থেই কারাগারে আদালত: হাছান মাহমুদ

প্রকাশ: ২০১৮-০৯-০৭ ১৮:৫৬:৫৬ || আপডেট: ২০১৮-০৯-০৭ ১৮:৫৬:৫৬

 

বীর কন্ঠ ডেস্ক :

বিএনপি নেত্রী খালেদা জিয়ার সুবিধার্থে কারাগারে আদালত বসানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

হাছান মাহমুদের অভিযোগ, ‘কারাগারে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা দেশের আইন ও আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। প্রকৃতপক্ষে খালেদা জিয়া, বিএনপি ও দলটির আইনজীবীরা আদালতকে হেনস্তা করছে।’

তিনি বলেন, ‘এদেশে সর্বপ্রথম কারাগারে আদালত বসিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সে সময় ওই আদালতে কর্নেল তাহেরের ফাঁসি হয়েছিল। খালেদা জিয়ার আমলেও এরশাদ সাহেবের জন্য কারাগারে আদালত বসানো হয়েছিল।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়া বারবার মামলার তারিখ পড়ার পরও অসুস্থতার কথা বলে কারাগারের বাইরে যেতে অপারগতা প্রকাশ করছেন। বিগত ৬ মাস ধরে তিনি একদিনও আদালতে হাজির হননি। এজন্য তার হাজিরার সুবিধার্থে কারাগারে আদালত বসানো হয়েছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন, তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *