চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় পূর্ব পিঙ্গলা প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন

প্রকাশ: ২০১৮-০৯-০৭ ০০:০১:২৮ || আপডেট: ২০১৮-০৯-০৭ ০০:০১:২৮

 

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার পূর্ব পিঙ্গলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। পরিকল্পনা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী সম্প্রতি এ ভবন উদ্বোধন করেন।

এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা খানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, আশিয়া ইউপি চেয়ারম্যান এম এ হাসেম, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, মিজানুর রহমান, ইউনিয়ন আ’লীগ সভাপতি জহির উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপশ্রী চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি এম আবদুর রহমান খান।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সামশুল হক চৌধুরী এমপি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা খাতের উন্নয়নে ব্যাপক কাজ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাখাতকে তথ্য প্রযুক্তির আওতায় আনা, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষ প্রশিক্ষক করে গড়াসহ নানা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। তিনি আরোও বলেন, পটিয়ায় ইতিমধ্যে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান করা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রায় বহুতল ভবন নির্মিত হয়েছে। সুতরাং জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শেখ হাসিনাকে বার বার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। কারন একমাত্র শেখ হাসিনার সরকারই শিক্ষা বান্ধব সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *