চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় আজ জাতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট পর্দা উঠছে

প্রকাশ: ২০১৮-০৯-০৮ ০০:৪৯:৩০ || আপডেট: ২০১৮-০৯-০৮ ০০:৪৯:৩০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ শনিবার বিকেল ৩ টায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এ উপলক্ষে ইতিমধ্যে মাঠ প্রস্তুত সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা পর্যায়ে পটিয়ায় একটি পৌরসভা ও ১৭ টি ইউনিয়ন সহ ১৮টি দল এ টুর্নামেনেট অংশ নিচ্ছে। এ দল গুলো থেকে চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে। আর জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দল বিভাগ ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। আজ বর্ণাঢ্য আয়োজনে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ষ্টেডিয়াম ভেন্যুতে এ খেলা উদ্বোধন করবেন পটিয়ার সাংসদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রীড়া সংগঠক আলহাজ্ব সামশুল হক চৌধুরী।  এছাড়াও দক্ষিণ চট্টগ্রামের ভেন্যু হিসেবে ও পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় ষ্টেডিয়ামকে মনোনিত করেছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। আজ এ উপলক্ষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ষ্টেডিয়াম মাঠ পরিদর্শন ও রুলার দিয়ে খেলার উপযোগী করার কার্যক্রম মনিটরিং করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন। সন্ধ্যায় পটিয়া পৌরসভা সহ বিভিন্ন দলকে পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী প্রদত্ত জার্সি খেলোয়াড়দের মাঝে বিতরণ করা হয়। পটিয়া পৌরসভা দলের খেলোয়াড়দের মাঝে সাংসদ প্রদত্ত জার্সি বিতরণকালে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সামশুল আলম বাবু, কোষাধ্যÿ ডা. সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান, আবুল কালাম বাবুল, নাছির উদ্দিন, টিম ম্যানেজার পুলক চৌধুরী, সহকারী মুহাম্মদ ইকবাল, কোচ আনোয়ার হোসেন, তৌহিদ বাবলু, সংগঠক আবদুল বারেক, মামুনুল ইসলাম, খেলোয়াড় সুমন দে, সেলিম উল্লাহ, সাদ্দাম হোসেন, মোরশেদ হোসেন, রুবেল ফারুক প্রমুখ। এতে পটিয়া পৌরসভা দলের টিম ম্যানেজার পুলক চৌধুরী বলেন, পটিয়া পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলবে। তিনি সকলকে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহবান জানান। পটিয়া ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সামশুল আলম বাবু বলেন, স্বাগতিক হিসেবে পৌরসভা দলকে সব সময় ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন বলেন, পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী একজন ক্রীড়া বান্ধব সাংসদ হিসেবে পটিয়ার ক্রীড়াঙ্গনের উন্নয়নে আন্তরিক ভূমিকা পালন করে থাকেন। তিনি যে কোন ধরণের অসংগতি পরিহার করে ভালো খেলা উপহার দেওয়ার জন্য সব দলগুলোর প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, প্রতিভার বিকাশ ঘটাতে হলে পরিচ্ছন্ন খেলার কোন বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *