চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় জাতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশ: ২০১৮-০৯-০৮ ২৩:৩৫:২৪ || আপডেট: ২০১৮-০৯-০৮ ২৩:৩৫:২৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ শনিবার বিকেল ৩ টায় শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। টুর্নামেন্ট কমিটির সভাপতি ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেলুল কাদেরের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু, পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, ডিএফএ এর সাবেক সভাপতি ডা. তিমির বরণ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু, বদিউল আলম, ডা. শেখ সাইফুল ইসলাম, সামশুল আলম বাবু, মাহবুবুর রহমান, নাজিম উদ্দিন পারভেজ, এম. এজাজ চৌধুরী, নাছির উদ্দিন, ধারাভাষ্য দেন মো. ইকবাল, আলমগীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, নুর আলম সিদ্দিকী, চেয়ারম্যান এম.এ হাশেম, চেয়ারম্যান এহসানুল হক, চেয়ারম্যান মাহবুবুর রহমান, চেয়ারম্যান সরোজ সেন নান্টু, চেয়ারম্যান ইনজামুল হক জসিম প্রমুখ। এতে উদ্বোধনী খেলায় পটিয়া পৌরসভা ফুটবল দল ২-০ গোলে ছনহরা ফুটবল দলকে পরাজিত করে শুভ সূচনা করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির পটিয়ার সাংসদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রীড়া সংগঠক আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নের মাধ্যমে অবক্ষয়মুক্ত সমাজ বিনির্মিানে ব্যাপক সাফল্য অর্জন করেছে। আজ শিশু কিশোর থেকে শুরু করে যুবরা নেশার জগৎ ছেড়ে খেলার মাঠ মাতাচ্ছে। তারা আগামী দিনে সারা বিশ্বে বাংলাদেশের আত্মমর্যাদাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যোগ্য অবদান রাখার সুযোগ পাবে। জাতির পিতার কন্যা শিশু থেকে খেলোয়াড়দের তৈরি করতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ চালু করেছিলেন। আজ ১৭ বছর বয়সে তারা যাতে নিজেদের অজির্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দক্ষ খেলোয়াড়ে পরিণত হতে পারেন সেই লক্ষ্যে জাতির জনক অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। তিনি এ খেলা সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান এবং খেলার বিভিন্ন বিভাগে ভালো পারফমেন্টস অর্জনে সক্ষম খেলোয়াড়দেরকে ১ লক্ষ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন। উল্লেখ্য, পটিয়ার একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নের ১৮টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এ টুর্নামেন্ট থেকে ভালো খেলোয়াড় সংগ্রহ করে পটিয়া উপজেলা ফুটবল দল গঠন করা হবে। এ দলই জেলা ও বিভাগ এবং জাতীয় পর্যায়ে খেলার জন্য লড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *