চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারীতে  আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশ: ২০১৮-০৯-০৮ ০০:৪৪:১০ || আপডেট: ২০১৮-০৯-০৮ ০০:৪৪:১০

 

চন্দনাইশ প্রতিনিধি :

দোহাজারী,চন্দনাইশ-সাতকানিয়া জোনের উদ্যোগে আল­ামা হাশেমী শিক্ষাবৃত্তি’১৭ পরীক্ষার বিজয়ী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৭ সেপ্টেম্বর বিকালে দোহাজারী-জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের হল রুমে দোহাজারী দেওয়ানহাট শাখার আঞ্জুমানে মুহিবানে রাসুল (সাঃ) শাখার সভাপতি নুর মোহাম্মদ সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আল­ামা হাশেমী শিক্ষাবৃত্তি’র চেয়ারম্যান কাজী মোঃ আবুল ফোরকান হাশেমী। প্রধান বক্তা ছিলেন, চন্দনাইশ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু। বিশেষ অতিথি ছিলেন, জামিজুরী রজভীয়া আ. সুন্নিয়া ডিগ্রী মাদ্রাসা অধ্যক্ষ মুফতি আহমদ হোছাইন আল কাদেরী, রসুলবাদ ফাজিল ডিগ্রী মাদ্রাসা অধ্যক্ষ আল­ামা আহমদ রেজা নক্সবন্দি,দক্ষিণ জেলা যুবসেনা নেতা মোখতার হোসেন শিবলী, চন্দনাইশ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এস এম রাশেদ, দোহাজারী হাজারী টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কাজী হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগ মক্কা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম,দক্ষিণ জেলা হর্কাসলীগের যুগ্ম আহবায়ক আকবর হোসেন, আল­ামা হাশেমী শিক্ষাবৃত্তি’র দোহাজারী,চন্দনাইশ-সাতকানিয়া জোনের প্রতিনিধি বদিউর রহমান, ইকবাল হোসেন, মীর কাশেম, তৌহিদুল ইসলাম, মোঃ টিপু, মাঈনুদ্দীন, রাশেদ,মাহফুজ প্রমুখ। অনু অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সু-শিক্ষিত জাতি গঠনে অবদান রাখতে পারে আজকের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জ্ঞানী হলে, বিশ্বের দরবারে দেশের ভার্ব উজ্জ্বল হবে, দেশে ও এলাকায় অবদান রাখতে পারবে। আল­ামা হাশেমী শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের মেধা বিকাশে অন্যন্য অবদান রাখছেন বলেও বক্তরা জানান। পরে বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *