চট্টগ্রাম, , মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

এলডিপির ৬৮ হাজার ভোট এমপি নদভীকে দেওয়ার প্রতিশ্রুতি বাবুলের

প্রকাশ: ২০১৮-০৯-০৯ ১২:২৫:২২ || আপডেট: ২০১৮-০৯-০৯ ১৬:৪৯:৫৩

স্টাফ রিপোর্টার, বীরকন্ঠ :

সাতকানিয়া -লোহাগাড়ার এলডিপির ৬৮ হাজার ভোট চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ, প্রফেসর ড. আবু রেজা নদভী নদভীকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন লোহাগাড়া এলডিপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল ।

গত ৭ সেপ্টেম্বর বিকেলে লোহাগাড়া উপজেলা পাবলিক হলে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন । বক্তব্যে তিনি বলেন, সাতকানিয়া-লোহাগাড়া বিগত ৯৬ নির্বাচনে ২০০১ সালের ২০০৮ সালের নির্বাচনে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই । ৯৬ সালে নির্বাচনে কর্নেল অলি এই আসনে নির্বাচিত হয় ।

২০০১ সালে এই আসনে জামায়াত প্রথম হলেও এলডিপি দ্বীতিয় হয়েছিল । ২০০৮ সালেও এই আসনে দ্বীতিয় হয়েছিল । আমাদের এলডিপির  সাতকানিয়া-লোহাগাড়ার ৬৮ হাজার ভোট  এবং আওয়ামী লীগেরে ভোট এক সাথে করলে ১লক্ষ ২০হাজার ভোট হয় । ইনশাল্লাহ আমরা ১লক্ষ ২০ হাজার ভোটে এমপি নদভী নৌকা প্রতীকে নির্বাচিত করব। কে আসবে কে থাকবে, সেটা বড় কথা নয় । কিন্তু  সাতকানিয়া লোহাগাড়ায় এলডিপি আওয়ামীলীগ ভাই ভাই ।

এ দিকে তার এমন  বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হলে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।

ভিডিও ⇒ আমার উপর ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *